Categories
বিনোদন

ডিপজলের সঙ্গে প্রেম, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী রেসি

অনস্ক্রিনে বহুবার ডিপজল-রেসির রোমান্স দেখেছেন দর্শক। অফস্ক্রিনেও এই অ’ভিনয়শিল্পীদের প্রে’ম ছিল বলে একসময় গুঞ্জন ভাসত ঢালিউডের বাতাসে। কিন্তু সত্যিই কি দুজনের ঘনিষ্ঠ স’ম্পর্ক ছিল?

 

শুটিংয়ের প্রয়োজনে নায়িকা রেসি ডিপজলের শুটিংবাড়িতে কাটিয়েছেন বছরের পর বছর। ‘এক জবান’, ‘বাজারের কুলি’র মতো বেশ কিছু ব্যবসা’সফল সিনেমায় অ’ভিনয় করেছেন এ জুটি। মোট ১৩টি সিনেমায় জুটি বেঁধেছেন তাঁরা।

 

সে সময় রেসি ছাড়া ডিপজলকে বড়পর্দায় দেখাই যায়নি। পর্দার বাইরেও তাই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। শোনা যেত, তাঁরা নাকি চুটিয়ে প্রে’ম করছেন। সে বিষয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি।

 

সম্প্রতি একটি গনমাধ্যমের সঙ্গে কথা হয় নায়িকা রেসির। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন একসময়ের সাড়া জাগানো এ সুন্দরী। রেসির দাবি, একসঙ্গে অনেকগুলো সিনেমা করায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাঁর। সে বন্ধুত্ব আজও অটুট। এসব দেখেশুনে এফডিসির অলিগলিতে সে সময় রটেছিল নানা চট’কদার গুঞ্জন। তবে বিনোদনপাড়ার গুঞ্জন নিয়ে খুব একটা মা’থা ঘামান না রেসি। নজর রাখেন বাইরের দেশগুলোতে রটা গুঞ্জনের খবরও। তাই এসব হেসেই উড়িয়ে দেন তিনি।

 

রেসি বলেন, ভালোবাসার তো রকমফের হয়। এই ভালোবাসা ওই অর্থে প্রে’ম নয়। বাবা-মা, ভাইবোনের যেমন ভালোবাসা থাকে, তেমনি সহশিল্পীর মতো ভালোবাসা ছিল ডিপজলের সঙ্গে। নায়িকার ভাষায়, ‘আমাদের যে স’ম্পর্ক, সেটা আমাদের দুই পরিবারের সবাই জানে। আমাদের মধ্যে পারিবারিক স’ম্পর্ক রয়েছে।’

 

তবে ডিপজলের সঙ্গে প্রে’মের রটনায় একটুও বির’ক্ত বা মনোক্ষুণ্ণ নন ‘অন্তরে প্রে’মের আ’গুন’ অ’ভিনেত্রী রেসি। তাঁর ‘এক জবান’, ‘এগুলো আম’রা এনজয় (উপভোগ) করি।’ রেসিকে ‘ডিপজলের নায়িকা’ হিসেবে আখ্যা দেন তাঁদের ভক্তরা। এ প্রসঙ্গ উঠলে তিনি বলেন, একমাত্র নায়ক রিয়াজ ছাড়া আর সব হিরোর সঙ্গেই জুটি বেঁধেছেন। কিন্তু লোকে যে কেন তাঁকে ‘ডিপজলের নায়িকা’ বলেন, তা তাঁর বোধগম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *