Categories
জাতীয়

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

 

রোববার সন্ধ্যায় তার সর্বশেষ অবস্থা জানতে চাইলে মাহবুবে আলমের জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, “উনি জটিল অবস্থায় আছেন। অবস্থা খুব একটা ভালো না। চিকিৎসকরা এখনও চেষ্টা করছেন, দেখা যাক। এই পর্যন্ত শুধু জানি। আমরা তো আর হাসপাতালের ভেতরে ঢুকতে পারছি না, ডাক্তাররা চেষ্টা করছেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। শারীরীক অবস্থার অবনতি হলে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে তাকে আইসিইউতে নেয়া হয়।

 

মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানও তিনি।

 

বাংলাদেশে এত সময় ধরে অ্যাটর্নি জেনারেলের পদে আরও কেউ ছিলেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম এক মেয়াদে সমিতির সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *