Categories
জাতীয়

মেসিকে পেতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স!

বার্সা ছাড়ার ঘোষণার পর কোথায় যাবেন মেসি? এখন এমন প্রশ্নই বিশ্বের ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।মেসির সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ম্যানসিটি, পিএসজি, ইন্টার মিলান, ম্যানইউ ও জুভেন্টাসের নাম বাতাসে ভাসলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ম্যানসিটির নাম।তবে এরই মাঝে ফুটবলের রাজপুত্রকে নিজেদের দলে ভিড়িয়েছে আইপিএলে অংশ নেয়া বলি বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

 

অবশ্যই তা বাস্তবে নয়; ফটোশপ কারসাজিতে, যা দেখে চোখ ছানাবড়ার উপক্রম হয়েছিল নেটিজেনদের।এবার নিছক মজার ছলেই মেসিকে কেড়ে নিতে চাইছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বুধবার দুপুরে কেকেআরের অফিসিয়াল টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে কেকেআরের জার্সি পরে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন মেসি। ছবির ক্যাপশনে লেখা হয়েছে– ‘মিস্টার মেসি, বেগুনি ও সোনালি জার্সি পরলে কেমন হয়?’

প্রায় একই কায়দায় দলের জার্সিতে মেসির ছবি ফটোশপ করে সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মেসিকে দলে চান কিনা সমর্থকরা।

 

সমর্থকদের উদ্দেশ্যে তারা লিখেছে– ‘আগামী বিপিএলে লিওনেল মেসিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে দেখতে চান? আমাদেরকে জানান।’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এমন পোস্ট নিয়ে মজেছে বাংলাদেশের নেটিজেনরা।

 

বুধবার মেসির বার্সা ছাড়ার ঘোষণার পর নানা আঙ্গিকে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেসিকে নিয়েই মেতে আছেন তা বলাই বাহুল্য এখন। তবে বিশেষ কোনো কারণে বৃহস্পতিবার বিকেলে সেই পোস্টটি মুছে ফেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। তথ্যসূত্র: টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *