Categories
জাতীয়

জমজ কন্যার বাবা হলেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

জমজ কন্যা সান্তানের পিতা হয়েছেন র‍্যাবের আলোচিত ও প্রশংসিত নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার আলম।রোববার (৫ জুলাই) রাত ১০.০৩ এ তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে করা এক পোস্টে তিনি এই খবর জানান।

তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, জমজ কন্যা সন্তানের পিতা হলাম। মা ও নবজাতকদ্বয় সুস্থ আছে।সম্প্রতি বিভিন্ন অভিযানে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনা জয় করার কিছুদিন পরেই পেলেন এই সুখবর।

 

আরও পড়ুন>>> করোনা থেকে সুস্থ হলেন টেকনাফের সাবেক এমপি বদি

 

প্রাণঘা’তী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি। আজ (রোববার) তিনি করোনামুক্তির সার্টিফিকেট নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

 

এর আগে তিনি অসুস্থ হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন। পরে গত ১৮ জুন পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ৩ জুলাই তার করোনা নেগেটিভ আসে।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক সাংসদ আবদুর রহমান বদি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বর্তমানে ঢাকার বাসায় বিশ্রামে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *