Categories
আন্তর্জাতিক

লাদাখে চীন-ভারত সংঘর্ষ নিয়ে সিনেমার ঘোষণা, সিনেমার মাধ্যমে চীনকে জবাব দিবে ভারত!

সীমান্তে ভারতীয় সেনাদের বীর হিসেবে উপস্থাপনের লক্ষ্যে গালওয়ান কাণ্ড নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন বলিউডের তারকা অভিনেতা ও প্রযোজক অজয় দেবগণ।সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের ওপর চীনের আ’ক্রমণ সিনেমার গল্প লেখা হচ্ছে বলে জানান তিনি। তবে এখনো সিনেমার নাম কি হবে তা জানানো হয়নি।

 

গালওয়ান উপত্যাকায় ভারতীয় ২০ সেনার নি’হতের ঘটনাকে ‘দেশের জন্য আ’ত্মত্যা’গ’ হিসেবে সিনেমাটিতে চিত্রায়িত হবে।ভারতীয় সিনেমা সমালোচক তরুণ আদর্শ এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন। অজয় দেবগনের এফ ফিল্মসের সঙ্গে এটি প্রযোজনা করছে সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি।

 

ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস জানায়, গালওয়ান উপত্যকায় ভারতীয় ২০ সেনার নি’হতের ঘটনাকে ‘দেশের জন্য আ’ত্মত্যা’গ’ হিসেবে সিনেমাটিতে চিত্রায়িত হবে।অজয় দেবগনের এফ ফিল্মসের সঙ্গে এটি প্রযোজনা করছে সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি।

এ দিকে অজয়ের মুক্তি প্রতিক্ষীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ও যুদ্ধ কেন্দ্রিক।১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই এতে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, এমি বৃক ও শরদ কেলকার।

 

অভি’ষেক দদাইয়া পরিচালিত সিনেমাটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। গত ১৫ জনু পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় সংঘ’র্ষে জড়ায় ভারত ও চীনা সেনারা। এ সংঘ;র্ষে ভারতের ২০ এর অধিক সেনা নিহত হয়। এ নিয়ে এখনো দুই দেশের সীমান্তে উ’ত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *