Categories
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের দুই ভাইয়ের মৃত্যু, জানা গেছে পরিচয়

যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মাঝে ২ জন বাংলাদেশী বলে জানা গেছে। নিহত ২ বাংলাদেশি সম্পর্কে পরস্পর ভাই হয়। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে বাফেলো থেকে নিউইয়র্কে আসার সময় রচেস্টার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নিউইয়র্ক পুলিশ।

 

পরিচয় নিশ্চিত হওয়া নিহত ২ ভাই হলেন- মোজাম্মেল হক রাসেল (৩০) ও তার ছোট ভাই হিমেল (২৪)। এ ঘটনায় মহসিন আহমেদ (২৩) ও কেনেডি অপি (১৮) নামে দুইজন আহত হন।নিহতদের মাঝে রাসেল নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন।

 

নিউইয়র্ক পুলিশ জানায়, বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়। এ সময় দুই ভাইসহ অন্য গাড়িটির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোক ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইয়োর বাসিন্দা। নিহত রাসেলসহ অন্যরা নায়েগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *