Categories
আন্তর্জাতিক

যে কারণে এরদোয়ানের প্রাসাদে ভারতীয় স্টার আমির খান

যে কারণে এরদোয়ানের প্রাসাদে ভারতীয় স্টার আমির খান

ক’রোনার মধ্যে এরদোয়ানের প্রাসাদে আমির খান
করোনার কারণে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং করতে তুরস্কে গিয়ে আটকা পড়েছেন বলিউড সুপারস্টার আমির খান। অনেক দিন থেকেই সেখানে তার অলস সময় কাটছে। এমন অবস্থায় শনিবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের অতিথি হয়ে বেড়িয়ে আসলেন মিস্টার পারফেকশনিস্ট।

আনাদোলু এসেন্সির খবরে বলা হয়, ইস্তাম্বুলে প্রেসিডেন্ট প্রাসাদ হুবের ম্যানসনে আমিরকে অভ্যর্থনা জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। এসময় তারা সামাজিক দায়বদ্ধতার নানা প্রকল্প, মানবিক সহায়তা কার্যক্রম, সাংস্কৃতিক বন্ধন নিয়ে আলাপ করেন।

আমির জানান, তার স্ত্রী কিছুদিনের জন্য তুরস্কে ছিল। ফলে দেশটির ব্যাপারে তার বেশ জানাশোনা। এ ছাড়া ভারত ও তুরস্কের পারিবারিক গঠন অনেকটা একই প্রকৃতির। এসময় উভয় দেশের খাবার, সংস্কৃতি ও হস্তশিল্প নিয়েও আলোচনা করেন তারা।

এদিকে, আমির খান ও করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২১ সালের বড়দিনে। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ
সূত্র সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *