Categories
বিনোদন

নায়িকা ভাবনার একি অবস্থা!

মাস্ক পড়তে পড়তে নাক ও গালের দু’পাশে কালচে দাগ বসে গেছে। সাধারণত দীর্ঘক্ষণ মাস্ক পরার কারণে এমন দাগ দেখা যায়। সম্প্রতি ফেসবুকে ভাবনা প্রকাশ করেছেন মুখে দাগ পড়ে যাওয়া কিছু ছবি। যা দেখে অনেকেই আতকে উঠেছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, সবই নীতু চরিত্রের জন্য। করোনার এই সময়ে সম্মুখযোদ্ধা চিকিৎসকদের সম্মান জানাতে তার এই রূপ। ‘মুখ আসমান’ স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে একজন সংগ্রামী চিকিৎসক হিসেবে অভিনয় করেছেন ভাবনা। এটি নির্মাণ করছেন অনিমেষ আইচ।

গত রোববার নগরীর ধানমন্ডিতে শুরু হয় এর কাজ। শুটিংয়ের আগে মুখে মাস্কের দাগ ফেলার জন্য দীর্ঘ সময় বাসায় মাস্ক পরে থেকেছেন এই অভিনেত্রী।

 

ভাবনা বলেন, ‘এ ধরনের চরিত্র রূপায়নের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া যায় না। এজন্য আগে থেকেই মাস্ক পরে মুখে দাগ বসিয়েছিলাম। যাতে চরিত্রটি পুরোপুরি বিশ্বাযোগ্য করে তুলতে পারি।’

নির্মাতা অনিমেষ আইচ জানান, খুব শিগগির ‘মুখ আসমান’ মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *