
আসসালামু আলাইকুম, দীর্ঘদিন ধরে অনেকে আমাদের বাংলা স্টোরি ফেইসবুক পেইজ এবং লাভ স্ট্যাটাস পেইজে মেসেজ করে জানতে চান যে কিভাবে ফেসবুক প্রোফাইলে মেটা ভ্যারিফাইড সাবস্ক্রিপশন নেওয়া যায়। তাই ভাবলাম এ নিয়ে একটা ব্লগ লিখি আপনাদের সুবিধার্থে। তো চলুন শুরু করা যাক।
মেটা সাবস্ক্রিপশন কি?
আগে জেনে নেই মেটা সাবস্ক্রিপশন আসলে কি, মেটা সাবস্ক্রিপশন হলো মেটাকে(পূর্ব কোম্পানি ফেসবুক) পেমেন্ট করে তাদের সামাজিক সার্ভিস গুলাতে ভ্যারিফাইড ব্যাজ নেওয়া। মানে আপনি ফেসবুক, ইন্সটাগ্রাম অথবা হোয়াটসএ্যাপে পেমেন্ট করে অর্থাৎ টাকার বিনিময়ে মাসিক ভ্যারিফাইড ব্যাজ নিতে পারবেন।
মেটা সাবস্ক্রিপশন এর সুবিধা কি?
বলতে গেলে মেটা সাবস্ক্রিপশন এর বড় কোনো সুবিধা নেই, তবে এটি নিলে আপনি ফেসবুক সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনি ফেসবুকে বিজন্যাস সাপোর্ট পাবেন। আপনি ফেসবুকে যেকোনো সমস্যা নিয়ে ফেসবুক সাপোর্ট পাবেন আলাদা ভাবে। ফেইসবুক যেহেতু আপনার আইডেন্টিটি কনফার্ম করে আপনাকে ব্যাজ দিবে সেহেতু আপনি আপনার একাউন্ট এর নিরাপত্তা পাবেন। সর্বশেষ আপনার প্রোফাইলটি অথেনটিক এবং সুন্দর দেখাবে।
যেভাবে মেটা সাবস্ক্রিপশন ভ্যারিফাইড ব্যাজ নিবেন!
যেভাবে আপনি মেটায় ভ্যারিফাইড সাবস্ক্রিপশন নিবেন তা নিম্নে ধাপে ধাপে দেওয়া হলো।
এখানে শুধু ফেসবুকে সাবস্ক্রিপশন নেওয়ার সিস্টেম দেখানো হলো।
১) প্রথমে আপনার ফেসবুক এপ্স এর প্রোফাইলে যাবেন।
২) প্রোফাইলে গিয়ে ডানপাশের … তিনটি ডট দেওয়া অপশনে ক্লিক করবেন। সেখানে Meta Verified লিখা একটি অপশন আছে সেটায় ক্লিক করবেন।
৩) এর পর আপনাকে নিয়ে যাবে নতুন পৃষ্টায়, যেখানে Build Trust With Meta লিখাটি দেখতে পাবেন এবং সেখানে কিছু করতে হবে না এবং Next বাটনে ক্লিক করবেন।
৪) এর পর আসবে Sing Up Profile সেখানে সাঈন আপ এ ক্লিক করবেন।
৫) এই পেইজে পাবেন Confirm and Pay সেখানে Pay to Get benefit এ ক্লিক করবেন , এরপর গুগুল পে এর মাধ্যমে মাসিক ৯৬০ টাকা পেমেন্ট করতে হবে।
৬) এর পর ফেসবুকে আপনার তথ্য এবং পাসপোর্ট বা আইডি কার্ড সাবমিট করতে হবে।
৭) ফেসবুকে রিভিউ তে নিবেন৷ যেটা সাধারণত ৪৮ ঘন্টা লাগতে পারে বার তার ও কম।
৮) আপনার একাউন্ট রিয়েল হয় এবং ডকুমেন্টস ঠিক থাকে আপনার একাউন্ট ভ্যারিফাইড করে দিবে৷ এবং যদি ঠিক না থাকে তবে আপনার ৯৬০ টাকা আবার আপনার কার্ডে রিফান্ড করে দিবে।
মেটা ভ্যারিফাইড সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্ট টি পড়ার জন্য। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু জানার আগ্রহ থাকলে মেইল করবেন Jonotaralo24@gmail.com আরও সুন্দর ব্লগ পেতে হলে ভিজিট করুন আমাদের বাংলা স্টোরি ওয়েবসাইটে।